মুরাদনগরে মোবাইল ফোনের জন্যই বিকাশ চন্দ্রকে হত্যা ঘাতক সাকিব গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ এএম, ১১ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৬:২২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর বিকাশ চন্দ্র বর্মণ (১৬) হত্যার আসামি সাকিবকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়। মূলত মোবাইল ফোনের জন্যই বিকাশকে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন কুমিল্লা জেলা পুলিশ।
প্রেস ব্রিফিং-এ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, গত ৩০ অক্টোবর শুক্রবার রাতে মুরাদনগর জেলে পাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মণের ছেলে বিকাশ চন্দ্র বর্মণসহ ৪ বন্ধু লক্ষীপূজায় অর্চনা শেষে মুরাদনগর বাজারে চা খেতে আসেন। চায়ের দোকান খোলা না পেয়ে বাড়ির দিকে রওয়ানা দেন। পথিমধ্যে বৃষ্টিতে আটকা পরে গেলে তারা জেলে পাড়ার পুকুর পাড়ের একটি ৬ তলা ভবনের নিচে অবস্থান করে। বৃষ্টি হালকা উত্তম বর্মণ ও অজয় চন্দ্র সরকার বাড়ি চলে যায়। রাত আনুমানিক সাড়ে ৩ টায় বিকাশকে একা পেয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করে করিমপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে সাকিব মিয়া (২৪)। বিকাশ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিছু দূর গেলেই পিছন থেকে এসে ছুরি দিয়ে পিঠে আঘাত করে সাকিব। আঘাত পেয়ে বিকাশ দৌড়ে বাড়ির দিকে যেতে চাইলে পরক্ষণে তার ঘাড়ে আরো একটি আঘাত করে সাকিব। এ সময় সে পুকুরে পড়ে গেলে সাকিব তার হাতে থাকা ছোরা দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে বিকাশের। তখন সাকিবের পকেটে থাকা লাভা এন্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়ে মৃতদেহটি কচুরিপানার নিচে রেখে চলে যায় সাকিব।
প্রেস ব্রিফিং-এ আরো উপস্থিত ছিলেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার রাত থেকে বিকাশ চন্দ্র বর্মণের কোন সন্ধান না পেয়ে তার বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মণ গত ১ নবেম্বর রবিবার মুরাদনগর থানায় সাধারণ ডায়রি করেন। গত ২ নবেম্বর সোমবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে বিকাশের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রহল্লাদ চন্দ্র বর্মণ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন। ঘটনার ১০দিন পর ঘাতকের ফেলে যাওয়া জুতা ও সাথে থাকা অপর দু বন্ধুর তথ্য এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে রবিবার রাতে ঘাতক সাকিবকে গ্রেফতার করে পুলিশ।