গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৪ পিএম, ২১ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু (৫৬) সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। ভারতের ব্যাঙ্গালোরের নারায়ণা হেলথে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২১ এপ্রিল) ভোরে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মেয়রের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য মেয়র বাবুকে ভারতে নেওয়া হয়েছিল।
মেয়রের ভাই ওলিউল্লাহ হবি জানান, হার্টের সার্জারির জন্য তিনি ভারতে যান। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায় তার কিডনি নষ্ট। এ কথা শুনে তার ভাইয়ের ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার ভোরে মারা গেছেন তিনি।
তার মরদেহ ব্যাঙ্গালোর থেকে বিমানে প্রথমে কলকাতায় আনা হবে। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে। মৃত্যুকালে মেয়র স্ত্রী, মা, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি এলাকার বাসিন্দা মেয়র মনিরুল ইসলাম বাবু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। মুত্যুর আগে পর্যন্ত তিনি গোদাগাড়ী পৌরসভায় টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাবু ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। এর আগের বার তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েই মেয়র হয়েছিলেন।