বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ এএম, ১০ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৩:৪২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গত ১১ অক্টোবর রাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন ও তার মৃত্যুর পর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন গা-ঢাকা দেন। সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান আহমদ হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ও ওই ফাঁড়ির বরখাস্ত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানিয়েছেন, সকালে কানাইঘাট সীমান্ত থেকে বিজিবি এসআই আকবরকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।
১৩ অক্টোবর বিকেলে তিনি এসএমপির তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পরই ওইদিন রাত থেকে গায়েব হয়ে যান। গা-ঢাকা দেওয়ার আগে নগরীর মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি রাস্তার মুখে অবস্থিত ফুলকলি নামের একটি মিষ্টির দোকানে তাকে দেখা গেছে। এর আগে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ছাড়ার আগে সেখানকার সিসিটিভির হার্ডডিস্কও পরিবর্তন করেন আকবর।