মামুনুলকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ১১:০২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ফেসবুকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আটক যুবলীগ নেতা এমাদ আহমেদ ওরফে জয়কে (২৮) গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার (৫ এপ্রিল) সুনামগঞ্জের তাহিরপুর থানায় পুলিশের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল রবিবার বিকেলে পুলিশ তাঁকে আটক করে।
গ্রেপ্তার এমাদ আহমেদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। এমাদ ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার বলেন, পুলিশ বাদী হয়ে আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে ফৌজদারি কার্যবিধির ধারায় এমাদ আহমেদের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় তাঁকে আজ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে এক নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর গত শনিবার রাতে তাঁকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন এমাদ আহমেদ।
পরদিন সকালে বিষয়টি নিয়ে হেফাজতসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। এসব সংগঠনের নেতারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এমাদ আহমেদকে আটক করে।