ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৪৩ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
২০ কেজি গাঁজাসহ ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মহসিন মাতুব্বর (২০) নামে এক গাঁজা ব্যবসায়ী।
আজ শনিবার (৩ এপ্রিল) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহসিন ফরিদপুরে ভাঙ্গা উপজেলার বড়হামিদী গ্রামের হারুন মাতুব্বরের ছেলে। ঝিনাইদহ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভেটেরিনারি কলেজের সামনে তল্লাসী চৌকি বসায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ।
এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাসী চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে এই গাঁজা ফরিদপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনার সঙ্গে আরো ২/৩ জন জড়িত আছে। তদন্তে তাদের নাম মামলায় এজাহারে অর্ন্তভুক্ত করা হবে।
তিনি বলেন, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কটি মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ওই সড়কে টহল জোরদার করেছে। উদ্ধারকৃত এই গাঁজার মুল্য আনুমানিক ১০ লাখ টাকা হবে বলে ওসি আনোয়ার হোসেন জানান।