পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২৬ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
রংপুরের পীরগঞ্জ উপজেলার কেজে ইসলাম বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কর্তৃক প্রতিষ্ঠানটির গাছ কর্তনের বিষয়টি ধামাচাপা দেয়ার দেয়ার চেষ্ঠা চলছে। তাই অভিযোগকারী এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযোগে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবু তাহের মোঃ আকতারুজ্জাম নিয়ম বহির্ভূত ভাবে প্রতিষ্ঠানটির ১৬ টি গাছ কর্তন করেন।
এ ব্যাপারে বিদ্যালয়টির অবিভাবকের পক্ষে মতিয়ার রহমান মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা বন কর্মকর্তা শাজাহান মিয়াকে দায়িত্ব প্রদান করেন।
প্রাপ্ত তথ্য ও অভিযোগে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানটির প্রধান প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় গ্রহন করেন। এ সব কারনে গত ২১/১১/২০ ইং বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির এক সভায় আকতারুজ্জামানকে সাময়িক বরখাস্থ করা হয়। পরবর্তিতে প্রতিষ্ঠানটির সভাপতি কাজী জওয়াহেরুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আকতারুজ্জামানকে বরখাস্থ করন সংক্রান্ত পত্র প্রেরন করেন।
অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক আবু তাহের মোঃ আকতারুজ্জামান এর সঙ্গে কথা হলে তিনি বলেন, বিগত ১৯৯৫ সনে বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সঙ্গে নিয়মানুযায়ী বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।
উপজেলা বন কর্মকর্তা শাজাহান মিয়া বলেন, তদন্তে আমি ২টি গাছ কর্তনের প্রমান পেয়েছি এবং সে মর্মে প্রতিবেদন জমা দিয়েছি।