কাপাসিয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪১ পিএম, ১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:১৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
করোনা ভাইরাস প্রার্দুভাবের মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ১২ জনকে জরিমানা করেছেন।
গতকাল বুধবার (৩১ মার্চ) ‘করোনা ভাইরাস সংক্রমণ’ প্রতিরোধে উপজেলার ত্রিমোহনী ও ঘাগটিয়া চালা বাজারে ভ্রমাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, প্রশাসনিক ভাবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা বাস্তবায়ন এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার উপর বিশেষ ভাবে জোর দেয়া হয়েছে। তাই মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে সংক্রমণ রোগ-প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাদের নিকট থেকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া সাধারণ জনগণকে স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।