হেফাজত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে লাকসামে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ পিএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৭:২৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে পুলিশ, যুবলীগ এবং ছাত্রলীগের যৌথ হামলায় ঢাকার বায়তুল মোকারম মসজিদ, চট্টগ্রামের হাটাজারী, ব্রাম্মনবাড়ীয়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরস্ত্র হেফাজত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদল বিক্ষোভ মিছিল করেছে।
আজ রবিবার লাকসামে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে যুবদল নেতারা সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, অবিলম্বে নিরস্র মুসলমান হত্যা বন্ধ করুন। জনগনের কাছে নিজেদের সকল অনৈতিক কর্মকান্ডের জন্য ক্ষমা চেয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নতুন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনরোষ থেকে বাঁচতে পারবেন না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগন ক্ষেপেছে। পালানোর রাস্তাও খুঁজে পাবেন না।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান ফারুক, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আনিসুর রহমান দুলাল, পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকী মিল্টনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম গাদ্দাফী পৌরসভা যুবদল নেতা আফজল হোসেন, যুবদল নেতা সফিকুর রহমান বাদল, মামুন প্রমুখ নেতৃবৃন্দ।