ধামরাইয়ে সহকারী কমিশনার ভূমি অফিসে দুর্নীতি অনিয়মের আঁখরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৮ পিএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:১৩ এএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
ধামরাইয়ে সহকারী কমিশনার (ভূমি) অফিসের অভ্যন্তরে চলছে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণ্যিজের মহোৎসব। অফিসের ভিতরে থাকা দালালদের ম্যাধমে ষ্টাফদের এসব ঘুষ বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। একটি নাম খারিজের ক্ষেত্রে ডিসি আর সরকারী ব্যয় ১১৭০ টাকা হলেও তা আদায় করা করছেন ১৫ শত থেকে ২ হাজার টাকা পর্যন্ত অত্র অফিসের নাজির রাকিব হোসেন। এই ভুমি অফিসের ভেতরে থাকা দালাল ও কর্মচারীদের বিরুদ্বে আইনগত কোন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকতা-কর্মচারীরা এখন দাঁপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে রেকর্ড রুমে কয়েক জন নিজস্ব দালাল রেখে নাজির রাকিব হোসেন দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন ধরে। প্রতিদিন নামজারীসহ বিভিন্ন কাজে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার লোকজন ভূমি অফিসে ভীর করছে। অফিসের ভিতরে থাকা দালালদের ম্যধমে লোকজনদের কাছ থেকে নামজারীসহ কাগজপত্র সংশোধনের নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
ভুক্তভোগীরা জানান, এ অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না। দীর্ঘদিন ধরে এখানে সীমাহীন দুর্নীতি, অনিয়ম-অব্যবস্থাপনা ও ঘুষ-বাণিজ্য চলছে, যেন দেখার কেউ নেই।