জেলেদের হামলায় ঢাকা হেডকোয়ার্টার নৌ-পুলিশের ১৩ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ এএম, ২৬ অক্টোবর,সোমবার,২০২০ | আপডেট: ০২:৪৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে এসে জেলেদের হামলায় ঢাকা হেডকোয়ার্টার নৌ-পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার ভোরে ঢাকা হেডকোয়ার্টার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটযোগে নৌ-পুলিশের দলটি চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনায় আসলে এ হামলার ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষীরচর এলাকার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে নামে নৌ-পুলিশ সদস্যরা। টের পেয়ে সংঘবদ্ধ জেলেরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। উপায়ন্তর না পেয়ে পুলিশ সদস্যরা বাঁচতে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়েন। এরপরও জেলেদের নিক্ষিপ্ত ইটপাটকেলে নৌ-পুলিশের সদস্যরা আহত হয়। বর্তমানে আহতরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা পুলিশ সদস্যরা হলেন ঢাকা হেডকোয়ার্টার নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন (৩৬), পুলিশ সদস্য এসআই ইলিয়াস (৩০), প্রসেনজিৎ (২৪), হেলাল উদ্দিন (৫০), নায়েক ইকবাল (৪০), মুজাহিদুল ইসলাম (৪১), আল মামুন (২৮), ফেরদৌস শেখ (২৬), নীলয় দেব (২৫), আলামিন (২৫), কাউসার (৩০), মোনায়েম (২৬), নায়েক শাহজালাল (২৫)।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন বলেন, ‘ঢাকা হেডকোয়ার্টার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটযোগে নৌ-পুলিশের দলটি মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে। কিন্তু জেলেরা এতটা বেপরোয়া হবে আমরা ভাবতে পারিনি। বাধ্য হয়েই হামলা থেকে রক্ষা পেতে নৌ-পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে।’