কেশবপুরে মাছের ঘেরে বিষ, ৫ লক্ষাধিক ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ২৩ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৪২ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
যশোরের কেশবপুরের কাউখোলা বিলের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (২২ মার্চ) ভোরে জুলফিকার আলী গিয়ে দেখে ঘেরের মাছ মরে ভেসে উঠেছে।
গত রবিবার গভীর রাতে উক্ত ঘেরে কে বা কারা বিষ প্রয়োগ করে।
এ সময় তিনি হাউ মাউ করে কাদতে থাকেন। এতে ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জুলফিকার আলী জানান।
জানা গেছে, উপজেলার মুলগ্রামের মৃত হাজী বদর উদ্দীনের ছেলে মাছ চাষি জুলফিকার আলী দীর্ঘদিন ধরে কাউখোলা বিলে ২০ বিঘা বিশিষ্ট একটি ঘের জমির মালিকদের নিকট থেকে ১২ মাসের জন্য লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন।