কাপাসিয়ায় স্বাস্থ্য সুরক্ষায় থানা পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২২ পিএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০১:৩৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
করোনাভাইস থেকে স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ পুলিশের সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের উদ্যোগে আজ রবিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড, সিএনজি ও অটোরিকসা শ্রমিকদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে ১১ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পরিষদের সদস্যবৃন্দ ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া করোনা মুক্ত বাংলাদেশ এবং কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবলোয় কাপাসিয়া থানা পুলিশের প্রত্যেকটা বিটের মাধ্যমে সাধারণ মানুষদের মাস্ক পরার অভ্যাস তৈরী করতে সচতেনতা মলূক বিভিন্ন র্কাযক্রম গ্রহন করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
এদিকে সম্প্রতি থানা পুলিশের পক্ষ থেকে বাল্যবিয়ে, ইভটিজিং, কিশোরগ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই রোধে উপজেলা সদরসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।