কুমারখালীর যদুবয়রাতে গোখাদ্য হিসেবে বিক্রি হচ্ছে বাধাঁকপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৫৯ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রাতে বাঁধাকপি গরুর খাদ্য হিসেবে বিক্রি হচ্ছে প্রতি পিচ ২ থেকে ৪ টাকা এবং ৩০ থেকে ১০০ টাকা দরে প্রতি বস্তা। কিছুদিন আগেই প্রতি কেজি কপি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে পানির দরে।
এমন চিত্র দেখা গেছে যদুবযরা জয়বাংলা বাজারের সাপ্তাহিক রবিবার কাচাঁ বাজারে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি এক থেকে দেড় টাকা আর বস্তা বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ১০০ টাকা দরে। এ নিয়ে কৃষকদের মনে অসন্তোষ।
তারা বলছেন, মাঠ থেকে বাজারে পরিবহন খরচ তুলে আনতে হিমশিম খাচ্ছেন তারা। সেই সঙ্গে মাঠে কপির পরিচর্চার টাকা একেবারেই বিফলে। প্রথম দিকে কিছুটা দাম বেশি ছিল, এখন একেবারে পানির দরে বিক্রি করতে হচ্ছে।
কেশপুর গ্রাম থেকে কপি কিনতে আসা সুলাইমান জানান, তিন বস্তা কপি ক্রয় করেছেন ২১০ টাকায় গরুকে খাওয়ানোর জন্য।
যদুবয়রা জয়বাংলা বাজারের দোকানদার লিটন জানান, কয়েক সপ্তাহ আমাদের বাজারে থেকে বিভিন্ন এলাকার গরুখামারিরা তাদের গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে বস্তা বস্তা কপি। তিনি নিজেও তার গরুর জন্য প্রতিহাটে কম দামে কপি কিনে নিয়ে যান বলে জানালেন।
তবে বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা পাইকাররা বস্তাপ্রতি ভালো মানের কপি ১২০ টাকায় ক্রয় করে নিয়ে যাচ্ছেন। খুচরা বাজারে ২ থেকে ৫ টাকা দরে কপি বিক্রি করছেন তারা।
জানা যায়, যদুবয়রা জয়বাংলা সাপ্তাহিক বাজার উপজেলার অন্যতম সবচেয়ে বড় বাজার হিসেবে নামডাক রয়েছে। তাই এ বাজারে প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সবজি পাইকাররা।
কপি বিক্রি করতে আসা পাশ্ববর্তি জেলা ঝিনাইদহের শেখপাড়া থেকে মফিদুল নামের এক কৃষক জানান, একটু ভালো দাম পেলে কীটনাশক ও পরিচর্চার টাকাটা উঠতো কিন্তু এখন সব বিফলে বলে হতাশা প্রকাশ করেন তিনি।