স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের সপ্তাহব্যাপী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ এএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৪৭ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির এক সভা উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুমের সভাপতিত্বে আজ শনিবার ১২টায় সংগঠনের চট্টগ্রামের বিভাগীয় অস্থায়ী কার্যালয় পূর্ব নাসিরাবাদে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সপ্তাহব্যাপী কর্মসূচি গৃহীত হয় এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার বিভাগসমূহ যথাক্রমে : ক-বিভাগ- ৩য় শ্রেণি-৫ম শ্রেণি/সমমান। খ-বিভাগ- ৬ষ্ঠ শ্রেণি-৮ম শ্রেণি/সমমান। গ- বিভাগ- ৯ম শ্রেণি-১০ম শ্রেণি/সমমান। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ‘বীরউত্তম শহীদ জিয়া পদক’ ২১ এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২১ মার্চ রবিবার সকাল ৯.৩০ মি: কেরাত, হামদ, নাত ও আজান প্রতিযোগিতা। দুপুর ১.৪৫ মি: ছড়াগান, দেশাত্মবোধক গান, একক অভিনয়, আবৃত্তি, কৌতুক প্রতিযোগিতা।
স্থান : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তন, লাভ লেইন, নূর আহমদ সড়ক, চট্টগ্রাম। ২২ মার্চ, সোমবার, সকাল : ৯.৩০ মি: চিত্রাংকন প্রতিযোগিতা। বিষয় : ক- বিভাগ- জাতীয় পতাকা ও শাপলা ফুল। খ- বিভাগ- স্মৃতিসৌধ ও উদিত সূর্য। গ- বিভাগ- মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা ও মানচিত্র। রচনা প্রতিযোগিতা (লিখে জমা দিতে হবে)। বিষয় : ক- বিভাগ- মেজর জিয়াউর রহমানের শৈশবকাল ৩০০ শব্দ। খ- বিভাগ- মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া-৭৫০ শব্দ। গ- বিভাগ - বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি জিয়া ১০০০ শব্দ।
স্থান : ইসলামিয়া সিটি কনভেনশন হল, কে সি দে রোড, সিনেমা প্যালেস, চট্টগ্রাম।
২৩ মার্চ মঙ্গলবার প্রতিযোগিতার ফলাফল তৈরি এবং সনদ তৈরি।
২৪ মার্চ বুধবার, বিকাল ৩.৩০ মি: সুবর্ণজয়ন্তী আলোচনা সভা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ‘বীরউত্তম শহীদ জিয়া পদক ২১’ এবং সনদ বিতরণ অনুষ্ঠান।
স্থান : চট্টগ্রাম প্রসক্লাব মিলনায়তন (লিফ্ট-৮) জামাল খান, চট্টগ্রাম। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে বিএনপির মহানগর দলীয় কার্যালয়-সংলগ্ন মসজিদে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত।
২৬ মার্চ শুক্রবার সকাল ৯টায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজার রাঙ্গুনিয়ায় পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় চট্টগ্রাম ষোলশহরস্থ স্বাধীনতার স্মৃতিস্তম্ভ শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ এবং ২৭ মার্চ শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রামের কর্মসূচিতে অংশগ্রহণ। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।