মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীর ভাতার টাকা আত্মসাত, দুই মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ১২ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:২৭ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের প্রয়াত স্ত্রী আলেছা খাতুনের নামে বরাদ্দকৃত স্বামীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার প্রায় ৮ লক্ষ টাকা আত্মসাত করা হয়।
দীর্ঘ অনুসন্ধানে মিরপুর উপজেলার দুই মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস ও মোহাম্মদ আলী এ আত্মসাতে জড়িত আছে বলে জানা যায়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সহকারী সচিব এ এইচ এম মহসীন রেজা স্বাক্ষরিত চলতি বছরের ১ ফেব্রুয়ারী ৪৮০০,০০০০,০০৬,২০,০৫০,১৮,৮৭ নং স্বারকে অভিযুক্ত ওই দুই মুক্তিযোদ্ধাকে আত্মসাৎকৃত সমুদয় টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমাকরণ ও ৬ মাসের ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন।
একই সাথে উল্লেখিত স্বারকের পত্রটি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন), জেলা প্রশাসক কুষ্টিয়া, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দপ্তর, একান্ত সচিব, সচিবের দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরপুর, কুষ্টিয়া বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে মর্মে চিঠিতে উল্লেখ রয়েছে।