কেশবপুরে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ পিএম, ১১ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২০ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
যশোরের কেশবপুরে মাটি বহনকারী ভারী ট্রাক্টরের চাকায় সড়ক নষ্ট হওয়ার ছবি ধারণ করার সময় চ্যানেল এস এর কেশবপুর প্রতিনিধি ও দৈনিক যশোর পত্রিকার স্টাফ রিপোর্টার আক্তার হোসেনের ক্যামেরা কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে।
কপোতাক্ষ নদ সংলগ্ন উপজেলার মেহেরপুর বিল থেকে মাটি বিক্রির অভিযোগ পেয়ে সাংবাদিকরা গত বুধবার ঘটনাস্থলে উপস্থিত হলে দূর্বৃত্তরা তাদের মিথ্যা মামলায় জড়ানোসহ ভয়ভীতি দেখিয়ে হুমকী প্রদর্শন করে।
এ সময় চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেনের মোটর সাইকেলের পিছনে ঝুলিয়ে রাখা ব্যাগসহ ক্যামেরা নিয়ে নেয় দূর্বৃত্তরা। সাংবাদিক আক্তার হোসেন ওই দিন বিকালে ঘটনা উল্লেখ করে মেহেরপুর গ্রামের উজির আলী গাজীর ছেলে আব্দুর রশিদ গাজীসহ অজ্ঞতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ক্যামেরা উদ্ধারের চেষ্টায় দু’দফা এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এ খবর লেখার সময়ও ক্যামেরা উদ্ধার হয়নি বলে জানাগেছে। বিষয়টি যানাযানির পর কেশবপুরের সংবাদ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগে উল্লেখ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে মেহেরপুর বিল থেকে মাটি কেটে নিয়ে দূর্বৃত্তরা অন্যত্র বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে গত বুধবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটার দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়।
পরবর্তীতে ওই মাটি নিয়ে যাওয়া ট্রাক্টরের চাকায় পিচের রাস্তা ধসে যাওয়ার ছবি তোলার সময় দূর্বৃত্তরা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকী দেয়। এ সময় উপজেলার মেহেরপুর গ্রামের উজির আলী গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪২) সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
ওই সময় সেখানে সাংবাদিক আক্তার হোসেনের সঙ্গে আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এম এ রহমানও উপস্থিত ছিলেন। এক পর্যায়ে দূর্বৃত্তরা মোটর সাইকেলের সাইড ক্লিপে ঝুলিয়ে রাখা হ্যান্ড ব্যাগসহ ডিএসএলআর ৭০০ ডি মডেলের ক্যামেরা ও চ্যানেল এস এর একটি মাইক্রোফোন নিয়ে চলে যায়।
সাংবাদিক আক্তার হোসেন বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্যামেরা উদ্ধারের চেষ্টা চালায়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।