কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ব্যবসায়ীর গাড়ি চালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:১৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রায় ১শ পিচ ইয়াবা নিয়ে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর গাড়ি চালকসহ তিন মাদক কারবারি জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।
গতকাল মঙ্গলবার (৯ মার্চ) কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে এবং বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাহা বিশুর গাড়ি চালক তৌহিদুল ইসলাম (৩২), উদিবাড়ি কলোনির জয়নাল আবেদীনের ছেলে নুরুল ইসলাম (২৯) ও বাড়াদি এলাকার রেজাউল ইসলামের ছেলে মেহেদী হাসান শিমুল (৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর লিটন।
এদিকে বিশ্বনাথ সাহা বিশুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তৌহিদুল ইসলাম আমার গাড়ি চালক ছিল। আমি এখন ঢাকাতে। সে ছেলে ভালো না তাই মাসখানেক আগে বাদ দিয়ে দিয়েছি। তৌহিদুল ইসলাম ৫/৬ মাস আমার গাড়ি চালিয়েছে।
তৌহিদুল ইসলামের বড় ভাই মিটু বলেন, আমার ভাই এখনও বিশ্বনাথ সাহা বিশুর গাড়ি চালক। বিশ্বনাথ সাহা বিশুর সাহেবের দুই টা গাড়ি কুষ্টিয়া আসলে যে গাড়ি চড়েন সেই গাড়িটা আমার ভাই চালায়।
ইয়াবা উদ্ধারের সময় উপস্থিত নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি বলেন, মঙ্গলবাড়িয়া বাজারের কনক জুয়েলার্স এর সামনে থেকে এক থলে ইয়াবা ধরে ডিবি পুলিশ। সেখানে জনসম্মুখে না গুনে ওই পুলিশ আমাদের স্বাক্ষর করে নেয়। তিনি আরো বলেন সেখানে বিশু বাবুর গাড়ি ছিল।
এদিকে সাব-ইন্সপেক্টর লিটন জানান, কোন গাড়ি সেখানে ছিল না। আমরা ঘটনাস্থলে উদ্ধারকৃত মালের জব্দ তালিকা করি।