সরিষাবাড়ীতে ইয়াবা, গাঁজা ও মোটর সাইকেলসহ ৯ ব্যাক্তি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ এএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৪৮ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের পৃথক দু’টি বিশেষ অভিযানে গাজার আসর থেকে গাঁজাসহ ৭ জন এবং ৫৬ পিছ ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ ব্যাক্তি কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৮ মার্চ) রাতে সরিষাবাড়ী উপজেলার চর ছাতারিয়া ও যমুনা উচ্চ বিদ্যালয় মাঠ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানার এস আই আশরাফুল আলম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের সুরুজ আলীর বাড়ীতে অভিযান চালায়। এ সময় গাজার আসর থেকে ৪’শ গ্রাম গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সুরুজ মন্ডল (৬৫), আব্দুল জলিল (৫৯), মঞ্জুরুল (৪৯), শুক্কুর (৫০), তোফাজ্জল (৬৮), রাজন মিয়া (২৩), জাহাঙ্গীর (৪৩) ও সাদিকুর রহমান বাবু। অপর দিকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই খন্দকার মেহেদী মাসুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক ব্যবসায়ী পোগলদিঘা গ্রামের ফরিদ শেখের পুত্র দীপু মিয়া (১৯) ও গাছ বয়ড়া গ্রামের লাল মিয়ার পুত্র বিপুল মিয়া (২৩)কে ৫৬ পিস ইয়াবা ও ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সরিষাবাড়ী থানার মামলা নং-৯,(তারিখ-০৮-০৩-২০২১ইং),অপর মামলার নং-১০,(তারিখ-০৯-০৩-২০২১ইং)।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, মাকদ দ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে পুথক দুটি মামলায় ৯ জনকে আসামী করে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।