বাগেরহাটে গাঁজাসহ বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ এএম, ৭ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ১০:৪৭ এএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
বাগেরহাটের মোংলা বন্দর উপজেলা শহরে অভিযান চালিয়ে পুলিশ গাঁজাসহ জাহিদুল ইসলাম জুয়েল(২৮) নামের একজন পেশাদার অবৈধ মাদক বিক্রেতাকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোংলা থানার এসআই লিটন বিশ্বাস জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় জোরদার মাদক বিরোধি অভিযানের অংশ হিসাবে শুক্রবার রাতে মোংলা পৌরসভার জয়বাংলা সড়ক থেকে জুয়েলকে আটক করা হয়। তার নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনি নিজে মাতদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরের দিকে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞবিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।