ভোলায় অতিরিক্ত পুলিশ সুপারের করোনা পজিটিভ, দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩ পিএম, ৫ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৩৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় অতিরিক্ত পুলিশ সুপারের শরীরে এ করোনা পজিটিভ সনাক্ত হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারী রবিবার তার শরীরে জ্বর অনুভব হয়। বর্তমানে তিনি ভোলার বাসভবনে আইসোলেশনে রয়েছেন। শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তিনি।
তিনি গত বছরের ৭ জুলাই ভোলা আসার পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া কোভিড ১৯’র সংক্রমণ রোধে শুরু থেকেই করোনা প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে ব্যাপক ভাবে কাজ করেছিলেন।
সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন তিনি।