পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের শিকার দু'বোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ পিএম, ৫ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:০৪ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়া শহরে পুলিশ পরিচয়ে আবারো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ছিনতাইয়ের শিকার হয়েছে জমজ দু'বোন।
তাদের কাছ থেকে পুলিশ পরিচয়ে দুটি মোবাইল ফোন নিয়ে মোটর সাইকেল যোগে সটকে পড়েছে দুই ছিনতাইকারী। ছিনতাই এর শিকার কলেজ ছাত্রী ফারিয়া ইসলাম সাথি ও মারিয়া ইসলাম বিথি উভয়ই এইচএসসি পরীক্ষার্থী। তারা শহরের কোটপাড়ার নুরুল ইসলাম বাবুর জমজ কন্যা।
তাদের বাবা নুরুল ইসলাম বাবু জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আমার জমজ মেয়ে শহরের আড়ুয়াপাড়ার ফরিদা পারভীনের গলিতে সাইফুল স্যারের বাসায় প্রাইভেট পড়তে গেলে দুইজন লোক মোটর সাইকেলযোগে এসে তাদের গতিরোধ করে এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়।
এরপর আমার মেয়েদের কাছে থাকা মোবাইল ফোন দেখতে চায়। তারা উভয়ের কাছে থাকা দুইটা মোবাইল ফোন নিয়ে কললিষ্ট চেক করতে থাকে। ছিনতাইকারীদের নিজ মোবাইল ফোন থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে। এরপর থানা থেকে হ্যান্ডকাপ ও পিকআপ নিয়ে আসতে বলে।
কিছুক্ষন পর ছিনতাইকারীরা আমার মেয়েদের বলে "তোমরা আগে আগে চলো, আমরা পিছন পিছন আসছি"। আমার মেয়েরা আতংকিত হয়ে পড়ে এবং ছিনতাইকারীদের কথা মতো হাঁটতে থাকলে ছিনতাইকারীরা ফোন দুইটি নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।