শ্রীনগরে চলছে লাইসেন্সবিহীন ট্রাক-পিকআপ, প্রশাসন নিরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ৪ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:১৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নিত্যদিনই চলছে ইট-বালু বোঝাই লাইসেন্সবিহীন ট্রাক ও পিকআপ। আর এসব যানবাহনের চালকের কারোরই নেই ড্রাইভিং লাইসেন্স। তাই প্রতিমাসেই ঘটছে সড়ক দূর্ঘটনা। মৃত্যু হচ্ছে ২/৩ জনের। এরা কেউই মানছে না পরিবহন নিয়মবিধি।
বেপরোয়া এসব বালুর ট্রাক, পিকআপ এবং মাহেন্দ্রর কারণে সড়কে চলাচল অসাধ্য হয়ে উঠেছে। এসব যানবাহনের চালকেরা বেশি ও দ্রুত আয়ের আকাঙ্ক্ষায় বেপরোয়াভাবে যানবাহন চালান।
পরিবহন চালকদের ট্রাফিক নিয়ম থাকলেও মানছে না ট্রাক চালকরা। শ্রীনগরে নানান ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত এসব চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স বা প্রশিক্ষণ। মূলত হেল্পার থেকে এরা এসব যানবাহন চালিয়ে ড্রাইভার হচ্ছেন। এদের অধিকাংশই অল্প বয়সী, অল্প শিক্ষিত এবং শিক্ষানবিশ চালক।
শ্রীনগরে বিভিন্নস্থান যেমন কোলাপাড়া ইউনিয়ন দক্ষিণ পাইকশা ৯ নং ওয়ার্ড, বীরতারা, সাতগাঁও , আলমপুর, মজিদপুর দয়হাটা, হাঁসাড়াসহ বিভিন্নস্থানে চলছে এসব লাইসেন্সবিহীন যানবাহন।
এতে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। এদের কারণে সড়ক আজ অনিরাপদ। বিশেষ করে ইট- বালুর ব্যাবসায়ীদের ট্রাক, মাহিন্দ্রাগুলো যেন সাক্ষাৎ যমদূত। আতংকে রয়েছে জনসাধারণ। জনসাধারণের দাবী, প্রশাসন যেন এই ব্যাপারে কঠোর আইন প্রয়োগ করে।
এসব যানবাহন পরিবেশও নষ্ট করছে বিধায় পরিবেশ গত ঝুকিও যেন প্রশাসন বিবেচনা করে। তবে এলাকাবাসীর অভিযোগ আইনগত কোন পদক্ষেপ নিচ্ছেন না প্রশাসন।
তারা অভিযোগ করে বলেন, যারা এসব লাইসেন্সবিহীন যান চালায়, এদেরকে বড় বড় নেতারা নিয়ন্ত্রণ করে। তাই এদের কিছু বলা যায় না। তাই আমরা সব সময় ভয়ে থাকি। আমরা এসব থেকে পরিত্রাণ চাই।