সাংবাদিক মুশতাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে - বগুড়া ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ এএম, ২ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫২ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কারাবন্দি সাংবাদিক মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার বেলা ৩টায় কারাবন্দি সাংবাদিক মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মুশতাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বর্বরোচিত এ হত্যার প্রতিবাদ করায় ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে। যা অত্যান্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। এ সরকার সবসময় নানা ভাবে বুদ্ধিজীবিদের হত্যা করছে। দেশকে মেধাশুন্য করার পায়তারায় লিপ্ত রয়েছে এই ভোটার বিহীন অবৈধ সরকার।
বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সহ-সভাপতি সোহরাব হোসেন বাপ্পি, সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ন, তমাল, বাবুল, রাকিব, নিরব, উজ্জল, আমিনুল সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।