রেললাইনে ফাটল, উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:১৯ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মসিন্দা এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে করে রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে।
ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামতকাজ চলমান থাকলে ওই স্থান দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, কালিহাতীর মসিন্দা এলাকায় রেললাইনে ৬ ইঞ্চি ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ওই স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, সকাল ৬টায় ডিউটিতে আসার পর তিনি বিষয়টি দেখতে পান এবং পরে তা কর্তৃপক্ষকে অবগত করেন।