আওয়ামী ভোট লুটেরাদের রুখতে রাজপথে প্রস্তত থাকবে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ এএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:০৯ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়া ছাত্রদল নেতৃবৃন্দ বলেছেন, দেশে ভোটের সংস্কৃতি বন্ধ হয়ে গেছে। এখন দিনের ভোট রাতেই হয়ে যায়। আওয়ামী ভোট লুটেরারা জনগনের পবিত্র আমানত ভোট লুট করে নিয়ে যায়। এই লুটেরাদের রুখতে ২৮ তারিখ সারাদিন ছাত্রদল বগুড়ার রাজপথে যে কোন সংকট মোকাবিলায় প্রস্তত থাকবে।
আজ শুক্রবার বিকেলে প্রচারকার্যের শেষ দিনে পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশার ধানের শীষের নির্বাচনী মিছিলে অংশ নেন এবং সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় এসময় উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, জেলা ছাত্রদল নেতা রাকিব সিদ্দিকী, নাসিফ মারফী, আব্দুল্লাহ ছোটন, সেলিম ,আহসান হাবিব, আযিজুল হক কলেজ ছাত্রদল নেতা সন্ধান সরকার, রাজিবুল ইসলাম শাকিল, শাকিরুল, আরিফ, রাফি, শাহ সুলতান কলেজ ছাত্রদলের হাবিবুর রহমান হিরা, শামিউল ইসলাম লিছান, সিহাব আলম, সোহাগ, ঈশা, শুভ, শহর ছাত্রদলের শামিউল শেখ সন্ধি, সাগর অর্নব, বাধন, সজল, শাওন, গাবতলী ছাত্রদলের এমআর হাসান পলাশ, রাঙ্গা, তাসকিন, শাজাহানপুর ছাত্রদলের মাহাদৎ হোসেন, শিপন, পায়েল, শামীম, রিপন, রবি, শামীম, ইমরান, সাগর, নন্দীগ্রাম ছাত্রদলের জুয়েল, পলিন, মেহেদী, নবীর, সোনাতলা ছাত্রদলের সাবেক আহবায়ক হুমাযুন কবীর, রাজ্জাক, রাশেদ প্রমুখ।