বগুড়ায় পৌর নির্বাচনে বিএনপি'র গনসংযোগ, আধুনিক বগুড়া গড়তে ধানের শীষে ভোট দিন-স্বাধীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ এএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৩৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন বলেছেন, বিএনপির আমলে যে রাস্তাঘাটগুলো তৈরী হয়েছিলো সে রাস্তা আর নেই। সেগুলো এখন হারিয়ে যেতে বসেছে। দ্বীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত থাকায় জনসাধারনের চলাফেরায় বিঘ্ন ঘটছে। দেশের সবচাইতে বড় পৌরসভা হলেও সরকারের অবহেলার কারনে বগুড়া পৌরসভা এখন গ্রামগঞ্জের রাস্তাঘাটে পরিনত হয়েছ। আধুনিক বগুড়া গড়তে ধানের শীষে ভোট দিতে ভোটারদের আহবান জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে প্রচারকার্যের শেষ দিনে ৬ নম্বর ওয়ার্ডসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন এবং সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশার ধানের শীষ, ৬ নম¦র ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শ্রী পরিমল চন্দ্রর মার্কা উটপাখি এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হোসনে আরা স্বপ্নার কলম মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন।
এসময় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস, গাবতলী পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল ইসলাম, সারিয়াকন্দি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুল হায়দার রুমি, বিএনপি নেতা বেলাল হোসেন নান্নু, শাজহাপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী ফিরোজ, বগুড়ার বিএনপি নেতা এ জামান প্রবাল, যুবদল নেতা ফিরোজ হোসেন, কালাম শেখ, পৌর বিএনপির আব্দুল হক, আনোয়ার হোসেন, গাবতলী বিএনপির শ্যামল সরকার, তরিকুল ইসলাম, আব্দুল গনি, শফিকুল ইসলাম, সনি, তাজুল, কনক, দৌলত, বাবু, মাসুদ প্রমুখ।