কুষ্টিয়া জেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:২৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা যুবদলের উদ্যোগে ঢাকা জাতীয় প্রেসক্লাব অডোটরিয়াম হল রুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আলামিন কানাই এর সভাপতিত্বে সংগ্রামী সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২১ বুধবার এবং বৃহস্পতিবার দুইদিন ব্যাপী এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্ধারিত খুলনা বিভাগীয় টিম প্রধান যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুব হাসান পিয়ারু, যুগ্ম সম্পাদক মহসীন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খাঁন, নুরুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন ভূঁইয়া ও শামীম কবির।
এসময় বক্তারা প্রশাসন বরাবর প্রশ্ন রেখে বলেন, কুষ্টিয়া জেলার পোগ্রাম কেন ঢাকায় হবে? সংগঠন হিসেবে আমরা কি নিষিদ্ধ নাকি আমরা সামাজিক অপরাধী? সাংগঠনিক কর্মকাণ্ড করতে কুষ্টিয়া জেলা যুবদল কেন অন্যান্য জেলায় জেলায় ঘুরবে?
নেতারা জেলার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুঃখ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, কুষ্টিয়া জেলার পুলিশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিনত হয়েছে। পত্রিকা খুললেই দেখা যায়, ম্যাজিস্ট্রেট এর সাথে পুলিশের দুর্ব্যবহার, পুলিশের সামনে জেলা বিএনপির অফিস দফায় দফায় হামলার ঘটনা, এমনকি জাতীয় পোগ্রাম গতবছর ২৬ মার্চ কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় গ্রেফতার। জেলখানায় বিনা চিকিৎসায় বিএনপি নেতার মৃত্যু। ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বিএনপি নেতা কর্মীদের উপর আওয়ামীলীগ কর্তৃক হামলা। কি করেন আপনারা তা দৃশ্যমান। এখনো সময় আছে ঈমানের সাথে দায়িত্ব পালন করুন।
তারা বলেন, নব্বইয়ের স্বৈরাচার এরশাদ জনগণের রক্তে রঞ্জিত হয়েছিল। সেদিন জনগণ যেভাবে তাকে ক্ষমতাচ্যুত করেছিল, আজও দেশের জনগণ অবৈধ সরকারের সীমাহীন দমন নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদে আবারো নব্বইয়ের চেতনায় রাজপথে নামার জন্য প্রস্তুত। জনগনের পক্ষে ন্যায় সঙ্গত কথা বলায় দেশের গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে।
বেগম খালেদা জিয়াকে জনগণই আপোষহীন নেত্রী উপাধি দিয়েছেন। কারণ তিনি দেশ ও জনগণ বিরোধী কর্মকান্ডে কোনদিন আপোষ করেননি।
নিপীড়িত নির্যাতিত জনতার আর্তনাদে বাংলার আকাশ ভারি হয়ে উঠেছে। এই জালিম সরকারের রোষানল থেকে জনগণ আজ মুক্তির জন্য উদগ্রীব হয়ে আছে। তাই আন্দোলনের মাধ্যমে এই অবৈধ অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকারকে উৎখাত করে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবসহ কুষ্টিয়া জেলা যুবদলের বিপুল পরিমান নেতাকর্মী।