ইসলামপুরে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুর ডালের চাষবাদ বৃদ্ধির উপর কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৭ এএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:০২ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুর ডালের চাষবাদ বৃদ্ধির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনব্যাপী ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্টপ্লাস বাংলাদেশের আয়োজনে প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এম আবু তাহের, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পলবান্ধা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রকল্প অফিসার পলাশ চন্দ্র গোস্বামী, শাহিনুল কবীর, জাহিদুল ইসলাম।
কর্মশলায়ল বক্তারা বলেন- বাংলাদেশ ধান গবেষণা ইনিষ্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউট (বিনা) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউট (বারি) কর্তৃক উদ্ভাবিত বোরো মৌসুমে ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ এবং আমন মৌসুমে ব্রি ধান ৬২, ব্রি ধান ৭২ ও বিনাধান-২০ জাতের পাশাপাশি রবি মৌসুমে জিঙ্ক সমৃদ্ধ বারি গম-৩৩, বারি মসুর-৬, বারি মসুর-৭ ও বাসি মসুর-৮ দেশের বিভিন্ন স্থানে চাষাবাদ হচ্ছে। তাই শিশু-কিশোর কিশোরী এবং নারী পুরুষের শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি ও মেধা বিকাশে জিঙ্ক সমৃদ্ধ ধান, গম ও মসুর ডালসহ বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি এবং সরকারি ক্রয় বিতরণ ব্যবস্থার অন্তর্ভূক্ত করা খুব জরুরী।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।