জয়পুরহাটে হঠাৎ ডাইরিয়ার প্রকোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২০ পিএম, ২৪ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:২৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
জয়পুরহাটে হঠাৎ ডাইরিয়ার প্রকোপ বেড়েছে। জয়পুরহাট আধুনিক হাসপাতালে ২৫০ শয্যার হাসপাতালে ৫ শতাধিক ডাইরিয়া রোগী ভর্তি হয়েছে।
তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেঝেতেই চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
ফাগুনের প্রথম দিন থেকেই হঠাৎ ডাইরিয়ার প্রকোপে জেলা বাসী দিশেহারা। ছোট শিশু, বয়স্ক, এমনকি যুবকরাও রেহায় পাচ্ছে না ডাইরিয়া রোগ থেকে। ডাইরিয়া রোগীর সংখ্যা বেশী হওয়ায় হাসপাতালের বারান্দায়, হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। হিমসিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। অন্যন্য জরুরী রোগী ত আছেই।
হাসপাতালে শিশু ওয়ার্ড, মহিলা, ও পুরুষ ওয়ার্ডে রোগীর সংখ্যা প্রায় ২৫০ জনের মত।
কিন্তু শুধু ডাইরিয়া রোগীর সংখ্যায় ৫ শতাধিক, হাসপাতালের তত্ত্বাবধায়ক (২) ডা: খোন্দকার মিজানুর রহমান জানালেন ফেব্রুয়ারীর শেষে এই রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। পাতলা পায়খানা শুরু হলে বাড়ীতেই চিকিৎসা নেয়া যায়, ঘন ঘন স্যালাইন খেতে হবে, স্বভাবিক খাবার চলবেই।
হাসপাতালে বেড সংকটের কারনে ডাইরিয়া রোগী নিয়ে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। এই জন্য তিনি বাড়ীতেই চিকিৎসা নেয়ার পারামর্শ দিয়েছেন।
ডাইরিয়া রোগী বেশী হওয়ার কারন হিসেবে রোটা ভাইরাসকেই দায়ী করেছে বিশেষজ্ঞ ডাক্তারগন। এই রোগ নাকি খুবই ছোঁয়াছে, তেলে ভাজা খাবার ও পানি ফুটায়ে পান করার জন্য নির্দেশ দিয়েছে ডাক্তারগন। খুব বেশী সংকটাপন্ন হলে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তারা।