৬শ বছরের ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির পরিচ্ছন্ন কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ এএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:২৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬শ’ বছরের ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির শেওলা ও আগাছা পরিস্কার কাজ শুরু করা হয়েছে।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্ন এ কাজের শুভ উদ্বোধন করেন।
৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর রাফেজা খানম, শহিদুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, আমজাদ গাজী, কওছার আলী গোলদার, আমজাদ সরদার, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান গাজী, কামাল হোসেন, আক্তার গোলদার, আলেফ সানা, সহিলউদ্দীন সরদার, মনিরুল ইসলাম, পলাশ হোসেন, সাইদুল সরদার, আব্দুল হান্নান, বারিক গাজী, জাহিদ হোসেন, সবুজ মোড়ল, হাসানুর মোড়ল, বারিক গোলদার, মনিরুল গাজী, বিল্লাল গোলদার, নওয়াব গাজী, সায়েদ সরদার, পাখি, মাসুদ রানা বাবু, আব্দুল্লাহ সরদার, নূর আলী মোড়ল, মজিদ গোলদার ও জিয়াউর রহমান।
প্রসঙ্গত, ঐতিহ্যবাহী দীঘিটি প্রায় ৬শ বছর আগে হযরত খানজাহান আলী (রহঃ)’র অনুসারী সরল খাঁ এলাকার মানুষের সুপেয় পানির জন্য দীঘিটি খনন করেন। দীঘিটি হচ্ছে অত্র এলাকার ইতিহাস ও ঐতিহ্য। সরল খাঁ’র নামেই পাইকগাছা সহ এলাকার কয়েকটি গ্রামের নামকরণ হয়।
এলাকার শত শত মানুষের গোসলের বড় একটি মাধ্যম অত্র দীঘিটি। রোগ ও বালামছিবত থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই এখনো দীঘিতে মানত করে থাকে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সমস্ত পুকুর শেওলায় জুড়ে নিয়েছে। এছাড়া আগাছা ও আবর্জনায় পুকুরের পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।