কুষ্টিয়ার হরিপুরে আহত কর্মীকে দেখতে গিয়ে বাধার সম্মুখীন জাকির সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৪৫ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নে আহত কর্মীকে দেখতে গিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক, কুষ্টিয়া-৩ সদর আসনে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয়ে ফিরে আসতে হয়েছে।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে হরিপুর ব্রীজের নিকট এ ঘটনা ঘটেছে।
ঘটনা সুত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারী ফুল দেয়া নিয়ে প্রতিপক্ষের হাতে আহত হয় হরিপুরের মৃত সাইদুরের ছেলে হিমেলসহ বেশ কয়েকজন। জাকির সরকার অসুস্থ কর্মীদের শারীরিক খোঁজখবর নিতে হরিপুরের উদ্দেশ্যে রওনা হলে রাত ৮ টার দিকে হরিপুর ব্রীজের নিকট তাকে বাধা প্রদান করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে তিনি সহ দলীয় নেতাকর্মীরা ফিরে আসতে বাধ্য হন ।
এ ব্যপারে জাকির সরকারের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি ফুল দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে আহত হরিপুরের মৃত সাইদুরের ছেলে হিমেলকে আমরা দেখতে যায়। সেখানে স্থানীয় আওয়ামীলীগ এর কতিপয় নেতা কর্মী বাধা প্রদান করলে আমরা সেখান থেকে দ্রুত চলে আসি। যে কারনে তারা আমাদের তেমন কোন ক্ষয়ক্ষতি করতে পারিনি।
এ কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আমি সারাদিন কুষ্টিয়ার বাহিরে রাজবাড়িতে নানার বাড়িতে ব্যস্ত ছিলাম। তবে বিষয়টি আমাকে কেউ এখন পর্যন্ত জানান নি।
বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন মুঠোফোনে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না, তিনিও কুষ্টিয়ার বাহিরে ছিলেন। তবে আওয়ামীলীগের লোকজন যদি জাকির সরকারকে বাধা প্রদান করে থাকে এটা অবশ্যই নিন্দনীয়।