আমতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৪:২৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটের সময় পুস্পস্তবক অর্পণ করেন আমতলী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড এম এ কাদের, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, আমতলী পৌরসভার পক্ষে মেয়র মো. মতিয়ার রহমান ও কাউন্সিলর বৃন্দ, আমতলী থানার পক্ষে অফিসার ইনচার্জ মো. শাহআলমসহ পুলিসের সকল সদস্যবৃন্দ, আমতলী প্রেসক্লাব,সাংবাদিক ক্লাব, রিপোর্টাস ইউনিটি,সাংবাদিক ইউনিয়ন প্রমূখ।
এছাড়া শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আমতলী সরকারী কলেজ, বকুল নেছা মহিলা কলেজ, আমতলী সরকারী একে হাইস্কুল, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ পৌরসভার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহ।
পুস্পস্তবক অর্পণ শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা আওয়ামীলীগের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার প্রমূখ। সকাল ৯টায় উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষে হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।