ফরিদপুরে গলায় কৈ মাছ আটকে তরুণের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৪:২১ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গলার মধ্যে কৈ মাছ আটকে মারা গেছেন এক তরুণ।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের নাম শেখ মনির হোসেন মন্টু (২২)। তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা কৃষক কাঞ্চন শেখের ছেলে। তিন ভায়ের মধ্যে তিনি দ্বিতীয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মনিরের ভাই মিজানুর রহমান শেখ জানান, শনিবার দুপুর ১২টার দিকে শেখ মনির হোসেন বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামেন। একটি কৈ মাছ ধরার পরে তিনি মাছটি মুখের মধ্যে চেপে ধরে আরেকটি মাছ পানিতে নিচু হয়ে ধরতে গেলে মুখে আটকে রাখা কৈ মাছটি তার মুখে ভিতরে ঢুকে গিয়ে গলায় আটকে যায়।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, গলায় কৈ মাছ আটকে গেলে সংজ্ঞা হারিয়ে ফেলেন মনির হোসেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করলে তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে মারা যান মনির হোসেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান শফিকুর রহমান জানান, মনিরের গলা ও শ্বাসতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। অস্ত্রোপচার করে তাঁর গলা হতে মাছটি বের করা হয়। কিন্তু তাঁর চেতনা আর ফিরে আসেনি। অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়।