কুষ্টিয়ায় মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির র্যালিতে ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫০ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:১৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশাল র্যালি নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে যান কুষ্টিয়া-৩ সদর আসনে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া শহর বিএনপি’র সভাপতি কুতুবউদ্দিন আহম্মেদ সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেত্রীবৃন্দ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের শেষ পর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির প্রায় পনেরো জন নেতাকর্মী আহত হয়।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত এই হামলার ঘটনা ঘটায়। হামলাকারীদের হাত থেকে শহীদ বেদীর আশপাশে থাকা সাধারণ মানুষও আহত হয়েছেন বলে জানা যায়।
হামলার ঘটনায় জাকির হোসেন সরকার বলেন, ‘গণতন্ত্রবিরোধী অশুভ চক্র এই ঘটনা ঘটিয়েছে। হিংসাকে আওয়ামী লীগ পরম ধর্ম বলে মনে করে। এরা হত্যা আর রক্ত উৎস্বরণের মধ্য দিয়ে গণতন্ত্র ও মানুষের স্বাধীনতাকে সমাধিস্থ করে ফেলেছে। এখন কোথাও কোন নিরাপত্তা নেই। কুষ্টিয়াতে একাধিকবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দ্বারা বিএনপিপন্থী নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আজকের ঘটনাও এই ধারাবাহিকতার অংশ।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের পতন সময়ের ব্যাপার মাত্র। তাদের দুঃশাসন বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবেন না। বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চান না। বিএনপি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ।
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বিএনপি’র উপরে হামলা চালিয়েছে তা একটি ন্যাক্কারজনক ঘটনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ-বিএনপিকে এতটাই ভয় পাই যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলেও তারা বাধা দেয়। আওয়ামী লীগের দুঃশাসনের পরিসমাপ্তি ঘটবেই।