কুষ্টিয়ার ইবি থানার বিত্তিপাড়া বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অধরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:২০ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ইবি থানার বিত্তিপাড়া বাজারে সিরাজুল ও ইমন নামে দুই মাদক ব্যবসায়ি। এরা দুইজন মরন নেশা টাপেন্টা ও ইয়াবার ব্যাবসা দীর্ঘদিন বিত্তিপারা বাজার সহ আশে পাশের গ্রাম গুলোতে ফেরিকরে মাদক বিক্রয় করে থাকে।
ইতিপূর্বে এদের বিরুদ্ধে স্থানীয় জাতীয় অনলাইন নিউজ পেপারে রিপোর্ট হয়েছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতার ছত্রছায়ায় তারা এই ব্যবসা করছে বলে মাদকাসক্ত সন্তানের এক বাবা কথা গুলো এই প্রতিবেদককে বলেন।
তারা বিভিন্ন জায়গা থেকে ইয়াবা, গাঁজা, পেথিডিন ও ফেনসিডিল এলাকায় আনেন এবং বিক্রি করেন তাঁদের সহযোগীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২-০২-২০২১ শুক্রবার বিত্তিপাড়া বাজারে টাপেন্টা বিক্রয় কালে কিছু যুবক সিরাজুল নামে এক মাদক বিক্রেতাকে মাদক সহ হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে তাকে অদৃশ্য শক্তির বলে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজার বনিক সমিতির এক নেতা জানা, দীর্ঘদিন ধরে বিত্তিপাড়া বাজারে ফেরিকরে ৩ যুবক বাজারে ও বিভিন্ন গ্রামে বিক্রি করে থাকে। এই মাদকের কারনে এলাকার অনেক গুলো পরিবার আজ ধংশের দিকে ধাবিত হচ্ছ।
স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের এক শীর্ষ নেতার গুন ধর পুত্র সৌরভ মাদক ব্যাবসায়ীদের সহায়ক। একারনে এলাকার সাধারন মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না। কেই প্রতিবাদ করতে গেলে জামাত বিএনপির বলে মামলার হুমকি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক বিক্রেতা বলেন, বিত্তিপাড়া বাজারে মাদক ব্যবসা করতে হলে ইউনিয়ন আওয়ামীলীগের এক শীর্ষ নেতার মাদকাসক্ত ছেলেকে সালামি দেওয়া লাগে।
এ ব্যাপারে উজান গ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিকের সাথে আলাপকালে তিনি জানান, বিত্তিপাড়া বাজারে কিছু যুবক মাদক সহ সিরাজুল নামে এক ব্যাবসায়ীকে হাতে নাতে ধরে ফেলে। পরে বিষয়টি ইবি থানায় অবহতি করে তাকে ছেড়ে দেওয়া হয়।