জাতির উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই : খোকনেশ্বর ত্রিপুরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ এএম, ১৯ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:১৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
খাগড়াছড়ি প্রতিনিধি, দিনকাল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের নবনিযুক্ত আহবায়ক খোকনেশ্বর ত্রিপুরা বলেছেন, জাতির উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। জীবনে টিকে থাকতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার মাধ্যমে একজন মানুষের নৈতিকতা, মানবিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয়। তা বাস্তবায়নের জন্য কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নস্থ দেবেন্দ্র মোহন তৈইবাকলায় পাড়া, ৪ মাইল ও কামিনী পাড়া যুব সমাজের সম্মিলিত উদ্যোগে সর্Ÿজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে ৪ মাইল তৈইবাকলায় পাড়ার স্বর্গীয় দেবেন্দ্র মোহন ত্রিপুরার মাঠে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি প্রজয় ত্রিপুরার সভাপতিত্বে ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি জেলা সদর শাখার সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য তাপস কুমার ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পহেলী চাকমা, সদস্য মকানন্দ ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ সদস্য জমেন্দ্র লাল ত্রিপুরা, এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সেনাবাহিনীর কর্পোরাল (অব) চন্দ্র শেখর ত্রিপুরা, সাধারণ সম্পাদক খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার কার্বারী বিনয় ভূষণ ত্রিপুরা, রাধা কৃষ্ণ মন্দিরের পুরোহিত বর্ণ সিংহ ত্রিপুরা, ৪মাইল এলাকার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী নির্মল ত্রিপুরা মন্টু, স্থানীয় এলাকার সুশীল সমাজসহ বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।