সিদ্ধিরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ পিএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৫২ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছে।
গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন হীরাঝিল আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে কুকুর আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী।
এলাকাবাসি জানিয়েছে, সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এক দল কুকুর হঠাৎ করে মানুষের উপর চড়াও হয়ে আক্রমন করে। এরপরই এলোপাতাড়ি সবাইকে কামড়ানো শুরু করে। পরে এলাকাবাসি একত্রিত হয়ে কুকুর গুলোকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে আহতদের উদ্ধার করেন।
এ ঘটনায় আহতদের কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিষেধক ইনজেকশন নিয়েছেন। ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু জানান, আমার বাবা বাহরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভুক্তভোগী আল-আমীন বলেন, কাজ সেরে রাতে বাসায় ফিরছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসী থেকে ইনজেকশন নিয়েছি।
এ বিষয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ফরহাদ হোসাইন জানান, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। এক মাসে মোট ৫ ডোজ ইনজেকশন দিতে হবে বলে জানান তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমীন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।