ইসলামপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৪৪ পিএম, ৭ অক্টোবর,সোমবার,২০২৪
জামালপুরের ইসলামপুর থানা পুলিশের হাতে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সাজেদা খাতুন (৩৫) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। আটককৃত ওই নারী জেলা শহরের মুসলিমাবাদ এলাকার শহিল্লাহর স্ত্রী।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পোনে এগারোটায় ইসলামপুর পৌর শহরের ঋষিপাড়াস্থ রেলক্রসিং এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
জানা যায়, ইসলামপুর সার্কেলের সহকারী পলিশ সুপার মো. সুমন মিয়ার দিক নির্দেশনায় এসআই আব্দুল হান্নান, মাহমুদুল হাসান মোড়ল, এনামুল হক, এএসআই খোকন মিয়া, কনস্টেবল মুন্নাফ, নারী কনস্টেবল মৌসুমী দারু এবং ফাতেমাসহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঋষিপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজেদা বেগমকে গ্রেফতার করে।
এ সময় ওই সাজেদা বেগমের নিকটে থাকা ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানাযায়, ২৫-বি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধের দায়ে গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে এসআই মাহমুদুল হাসান মোড়ল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
মামলার বাদী এসআই মাহমুদুল হাসান মোড়ল জানান, অভিযান চালিয়ে পৌর শহরের রেলক্রসিংয়ের পাশে জনৈক শ্রী পরিতোষ চন্দ্রের বাসা সংলগ্ন সড়কে অটোরিক্সা থামিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
এ সময় আটককৃত সাজেদা খাতুনের দেহের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত জ্যাকেট ভর্তি ভারতীয় ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।
তিনি আরও জানান, ওই মাদক কারবারি বুধবার ভোরে ইসলামপুরে গুঠাইল থেকে ফেন্সিডিল নিয়ে রিক্সযোগে মোশারফগঞ্জ বাজার হয়ে জামালপুরে যাচ্ছিল।
ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'আটককৃত ওই নারী মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে।'