ধামরাইয়ে সড়ক দূর্ঘটনা, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৪৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী সেলফি পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন। তবে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
আজ বুধবার দুপুর ১ টার দিকে ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের কেলিয়া ভায়াডুবি ব্রীজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহন ( ঢাকা মেট্রো-ব-১১-৩২৭৭ ) নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়।
এলাকাবাসী ও পথচারীরা আহত যাত্রীদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আসে-পাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।
ঐ পরিবহনের চালক সুরুজ মিয়ার (৩৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফাড করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান হয়।
আহতদের মধ্যে পাবনার সুজানগর থানার উলাইল গ্রামের আলী (৬০), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পিয়ার আলী গ্রামের লাভলু শেখ (৩৫), জহিরুল মন্ডল (৩৬), সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চমরিয়া গ্রামের হাফিজুল ইসলাম (৩০), রাজশাহীর দুই বোন গুনিতা (৪০) ও নয়নতারা (৪৫), কুষ্টিয়ার শারমিন (৩০)।
এই আহত রোগীদের মধ্যে প্রায় সবারই হাত-পা ভাঙ্গা ও কাটা-ছেড়া রোগী। এ দিকে দূর্ঘটনার ফলে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর থেকে কালামপুর পযর্ন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ধামরাই থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে যানজট নিয়ন্ত্রনে কাজ করছেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অর্থ পেডিক্স ডা: হাবিবুর রহমান দিনকালকে বলেন, সেলফি পরিবহনের চালক সুরুজ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।