আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ এএম, ১৭ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:২৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্নস্থানে সরকারি খাল দখল করে প্রভাবশালীরা পাকা ভবন নির্মাণের মহোৎসব চলছে। প্রশাসন পদক্ষেপ নিলেও দুর্গম অঞ্চলে দখলের কর্মযজ্ঞ চলেই আসছে। সরেজমিন দেখা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর মোহনায় আমবৌলা সুইজ গেট থেকে পশ্চিমমুখী একমাত্র খালের গলা টিপে দখল করছে কয়েক প্রভাবশালী। সুইজ গেটের ১ কি.মি. পশ্চিম পাশে আমিরের পোল নামক স্থানে নুরু হাওলাদার ইতিমধ্যেই খালের পানি প্রবাহ বন্ধ করে ভবন নির্মাণের জন্য কাজ শুরু করেছে। একই স্থানের অপর পাশে আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদার খালের মাঝ বরাবর পাইলিং দিয়ে বালু ভরাটের কাজ শুরু করছে। প্রভাবশালীদের এই দখলের কারণে শুয়াগ্রাম, আমবৌলা, জয়রামপট্টি, নারায়ণখানার বিলাঞ্চলের কয়েক হাজার একর বোরো ধানের চাষ ও পানি সংশ্লিষ্ট চাষাবাদ ব্যাহত হওয়ার আশক্সক্ষা দেখা দিয়েছে। এ বিষয়ে খাল দখলকারী নুরু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটাতো আর বাড়ি বানাচ্ছি না দোকানঘর তোলার জন্য কাজ শুরু করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান।