লালখান বাজারে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ : নারীসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ এএম, ১৭ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১০:১৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম নগরীর লালখান বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০/১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি দোকানও ভাঙচুর করা হয়।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইটের আঘাতে তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মতিঝর্ণা এলাকায় স্থানীয় যুবলীগ কর্মী নুরুল আলমের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় তাকে ইট দিয়ে আঘাত করা হয়। পরে রুবি নামে এক নারীকর্মীকেও মারধর হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে রুবেল, আসমা, কোহিনূর, শাহীনসহ আরও কয়েকজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা নতুন কাউন্সিলর আবুল হাসনাত বেলাল ও তার প্রতিপক্ষ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক হামিদুর রহমান বলেন, সংঘর্ষে আহত ৪-৫ জনকে হাসপাতালে আনা হয়। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।