পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচন ভোলায় ধানের শীষের দুই মেয়র প্রার্থীর প্রচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ পিএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০২:০৯ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ভোলা ও চরফ্যাশন পৌরসভায় ধানের শীষের দুই মেয়র প্রার্থী দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার নেমেছেন।
আজ সোমবার সকালে ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডে ধানের শীষের মেয়র প্রার্থী মো.হারুন আর রশিদ ট্রুম্যান নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার চালিয়েছেন। এবং চরফ্যাশন পৌরসভার ৭নং ও ৮নং ওয়ার্ডে ধানের শীষের মেয়র প্রার্থী মো.হুমায়ুন কবির সিকদার নেতাকর্মীদের নিয়ে প্রচার চালিয়েছেন।
এসময় তাদের সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ওলামাদল, কৃষকদলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা বিভিন্ন বাসা,বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ ভোট চান।
উল্লেখ্যঃ আগামি ২৮ ফেব্রুয়ারি ভোলা ও চরফ্যাশন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৬ তারিখ রাত পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীরা প্রচার চালাবেন। কোন প্রার্থী বিধি লঙ্গন করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রিটানিং কর্মকর্তা জানান।