তজুমদ্দিনে করাতকল শ্রমিকের উপর হামলার অভিযোগে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৭ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১১:৫৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে করাতকলে কাজ করাকে কেন্দ্র করে এক শ্রমিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুত আহত শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় আহত শ্রমিকের পিতা বাদী হয়ে ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এজহার সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আড়ালিয়া গ্রামের মোঃ রফিজলের ছেলে রুবেল বিভিন্ন সময় অস্থায়ীভাবে বোরহানউদ্দিন উপজেলার ফকিরহাট পশ্চিম বাজার সংলগ্ন হাওলাদার করাত কলে কাজ করতেন। একইসাথে মামলার আসামীরাও ওই করাত কলে কাজ করতেন।
কিন্তু গত ৮ জানুয়ারী করাত কলের মালিক রিপন হাওলাদর পুরাতন শ্রমিকদের ছাটাই করে পরেরদিন নতুন শ্রমিক নিয়োগ করলে রুবেলও সেখানে কাজে যোগদান করেন। এরপর থেকে ছাটাই করা শ্রমিকরা রুবেলকে হাওলাদার করাত কলে কাজ না করতে চাপ প্রয়োগ করতে থাকেন।
এর জেরধরে গত ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় রুবেল বাড়ির পাশে ভুবন ঠাকুর বাজারে চায়ের দোকানে চা পান করতে গেলে আসামীরা তাকে ডেকে নিয়ে হাওলাদার করাত কলে কাজ করলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
এ সময় রুবেল তার প্রতিবাদ করলে আসামীরা তাকে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারপিট করে তার সাথে থাকা নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়। পরে তার চিৎকারে বাজারের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহতের বাবা রফিজল বাদী হয়ে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০৩। আসামীরা হলেন, মোঃ রাশেদ (৩০), বাচ্চু (৩৫), ছাদ্দাম (৩৫), রিয়াজ (৩২), মনির (২৫), মোঃ রাকিব (২২) ও শিরিনা আক্তার (২৭)।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত চলছে।