ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১০:৫১ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আজ বিশ্ব ভালোবাসা দিবস। কেউ হলুদ শাড়ি পরা প্রেমিকার হাতে লাল গোলাপ জুড়ে দিয়ে ভালোবাসা প্রকাশে ব্যস্ত। কেউবা পছন্দের মানুষকে দীর্ঘ দিন ধরে জমিয়ে রাখা মনের কথাগুলো বলার অপেক্ষা করছেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। ঠিক এসময় ‘প্রেম চাই-প্রেম চাই’, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ বলে গলা ফাটিয়ে প্যারিস রোডে মিছিল নিয়ে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কিছু তরুণ।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ‘প্রেম বঞ্চিত সংঘ’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিক্ষোভ সমাবেশে এসে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনি বলেন, কিছু তরুণ-তরুণী ও যুবক-যুবতী একসঙ্গে তিন-চারটি প্রেম করছেন। প্রেমের ফাঁদে ফেলে একে-অপরকে ধোঁকা দিচ্ছেন। কিন্তু সত্যিকার প্রেমিক হিসেবে আমরা পছন্দের মেয়েদের প্রেমের প্রস্তাব নিয়ে গেলে তারা কিছু না ভেবে প্রত্যাখ্যান করে দিচ্ছে। তারা পুঁজিবাদী ভালোবাসার পেছনে ছুটছে।
তিনি বলেন, প্রেম একটি পবিত্র সম্পর্ক। আর এ পবিত্র ভাবনা থেকে তরুণ-তরুণীরা দিন দিন বিচ্যুত হচ্ছে। আমরা এই অপবিত্র প্রেমের বিরুদ্ধে।
সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও দুপুরে ক্যাম্পাসের আশেপাশের অসহায় ও দরিদ্রদের আহারের আয়োজন করেন।