নামের কারণে ১৬ বছর বঞ্চিত সৈয়দপুরের শহীদ জিয়া শিশু নিকেতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০১:৫৬ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাহেব পাড়া এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম শহীদ জিয়া শিশু নিকেতন নিম্ম মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি নামের কারণেই আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে কোন রকম উন্নয়ন হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ হওয়ায় বিদ্যালয়টি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। দীর্ঘ ১৬বছর উন্নয়ন ও বরাদ্দ বঞ্চিত হওয়ায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের নানা সমস্যা ও উন্নয়নমূলক কাজ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোন কাজ হয়নি। টিআর প্রকল্পসহ টাকাও বিদ্যালয়ের নামে বরাদ্দ হয়নি। দিনে দিনে বিদ্যালয়টি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
জানা গেছে, শহীদ জিয়া শিশু নিকেতন নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা মরহুম ইজহার আহমেদ ১৯৮২ সালে প্রতিষ্ঠান টি তৈরি করেন, প্রথম থেকে ৫ম শ্রেণি- ২০০০ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু হয়েছে। তখন থেকে চলছে শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ১৬টি বছর বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ গ্রহণ করতে আমাদের সরকারি অফিস থেকে কোনো প্রকার দাওয়াত কার্ড দেওয়া হয়নি, বা বাইরে গিয়ে খেলাধুলা করতেও পারিনি, ক্ষোভ প্রকাশ করে আরও বলেন আমরা জানতাম শহীদ জিয়া শিশু নিকেতন নিম্ম মাধ্যমিকের নামে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও বিদ্যালয়ের অনুকূলে সরকার কোনোকিছু দেবেনা।
বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। নানা সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ৪৩ বছর আগে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার। বিদ্যালয়টির পুরাতন ভবন সংস্কার, মেরামত ও চুনকামের জন্য জরুরি দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা, এই স্কুলের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ঘরের। শিক্ষার্থীরা নামমাত্র সেশন ফি, ভর্তি ফিতে ভর্তি হয়ে বিনা বেতনে অধ্যয়ণ করে। এতে বিদ্যালয় ফান্ডে কোন অর্থ নেই। জাইকার অর্থায়নে বিদ্যালয়ে একটি ওয়াশ ব্লক নির্মাণ দরকার। আধুনিক ও বাস্তব সম্মত শিক্ষার ছোঁয়া লাগানোর জন্য কম্পিউটার ও ল্যাব দরকার। বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই। প্রতিবছর মহান শহীদ দিবসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ে গিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। বিদ্যালয়ের গেইট ও প্রাচীর নির্মাণের জন্য ১৬ টি বছর থেকে শিক্ষা অধিদপ্তর থেকে কোন প্রতিকার বা উদ্যোগ নেয়া হয়নি। বর্তমানে পুরাতন জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান কার্যক্রম চলছে। এই বিদ্যালয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ভবন উন্নয়ন প্রকল্পে অত্র বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা জরুরি বলে মনে করছেন তাদের অভিভাবকর।
শহীদ জিয়া শিশু নিকেতন নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলম সৈয়দপুরের সংবাদকর্মী মো মাইনুল হক কে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ বছরে স্কুলের নামে একটি টাকাও বরাদ্দ হয়নি। শুধু বিদ্যালয়টি শহীদ জিয়া শিশু নিকেতন নিম্ম মাধ্যমিক বিদ্যালয় নামের কারণে আওয়ামী লীগ সরকার টিআর প্রকল্পসহ উন্নয়নে কোন বরাদ্দ দেয়নি৷ স্কুলের সংস্কার, মেরামত, নতুন ভবন নির্মাণসহ অন্যান্য সমস্যাগুলো উল্লেখ করে নতুন করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করবেন বলে তিনি জানান।