ভালুকায় হিজড়াদের মাঝে কম্বল বিতরন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় হিজড়া সম্প্রদায় ও প্রতিবন্দ্বী শিশুদের মাঝে শীতের কম্বল বিতরন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
গতকাল বিকেলে সরকারী কলেজ মাঠে শীতের কম্বল বিতরন কালে অন্যান্যের মধ্যে অংশ নেন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহীন, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ, বাটাজোর কলেজের প্রভাষক আফজাল হোসেন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভালুকা প্রেসক্লাব সাধারন সম্পাদক আক্কাছ আলী, আওয়ামী শিল্পী গোষ্টীর যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী রানাসহ কলেজের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পরে সকলের হাতে শীতের কম্বল হস্তান্তর করা হয়।
এ সময় মনিরা সুলতানা মনি বলেন, বর্তমান সরকার হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারা যাতে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধার আওতায় আসে সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মনিরা সুলতানা বলেন, হিজড়া সম্প্রদায়দের লোকজনকেও সংগঠিত হতে হবে।
তিনি বলেন, আপনারা সমিতি করেন এবং সমিতির মাধ্যমে আপনাদের দাবী গুলো সরকারকে অবহিত করেন। তিনি আরো বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা হিজড়াদের আবাসনের জন্য আলাদা পল্লী নিবাস গড়ে তোলতে সংসদে প্রস্তাব করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রতি অত্যান্ত আন্তরিক।
ইতিমধ্যেই দেশের অনেক স্থানে সরকারের চলমান আশ্রয়ন প্রকল্পে তারা ঘর বরাদ্ধ পেয়েছে। হিজড়াদের জন্য ভাতা প্রদানের বিষয়ে সরকারের কাছে দাবী করা হবে।