সিলেটে ফের তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৫২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সিলেট-আখাউড়া রুটে ফের লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেন। তবে এবারে লাইনচ্যুত হয়েছে একটি বগির চারটি চাকা।
আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে সিলেটের মাইজগাঁও স্টেশন ও কুলাউড়ার ভাটেরা বাজার স্টেশনের মধ্যবর্তী সিংহনাদ নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাইজগাঁও স্টেশনের প্রধান মাস্টার মো. মনির হোসেন। তিনি জানান, এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
তিনি জানান, এ ঘটনায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন বিকেল পৌনে ৪টায় ছাড়ার কথা থাকলেও সিলেট স্টেশনে আটকে আছে পারাবত এক্সপ্রেস ট্রেন। ফলে আবারো বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ।
প্রসঙ্গত, গত সপ্তাহে সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগনের সাতটি বগী লাইনচ্যুত হয়। এর ঘটনার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।