১৩ লাখ টাকার নতুন ব্রিজের আয়ু ৫ মাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:০৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পাঁচ মাস আগে ১৩ লাখ টাকা ব্যায়ে একটি নতুন ব্রিজ করা হয়েছিল। কিন্তু বছর না পেরোতে একই স্থানে এক কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে আরো একটি বক্স কালভার্ট নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে এই অপচয়মুলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফলে পাঁচ মাস আগে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ব্রীজটি এখন ভেঙ্গে ফেলতে হচ্ছে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরজমিনে দেখা যায়, জিকে সেচ খালের উপর গত ৫ মাস আগে নির্মাণ করা হয় ব্রীজটি। ১৩ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তাবায়ন করে। জিকে সেচ খালের উপর নির্মিাত ব্রীজের গায়ে এখনও মোড়ানো রয়েছে নতুন পলিথিন। অথচ একই স্থানে সড়ক ও জনপথ বিভাগের আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ১ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে ওই স্থানে আবার একটি কালভার্ট নির্মাণ করবে বিভাগটি। ফলে সুষ্ঠু পরিকল্পনা, বাস্তবায়ন ও দুই বিভাগের সমন্বয়ের অভাবে সরকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।