সিলেটে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:৫৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আঞ্জব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।
স্থানীয়রা জানান, সিলেটমুখী যাত্রীবাহি একটি বাস বিপরীতগামি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে চালক ও পাঁচজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল মুকিত ও রুহুল আমিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি অটোরিকশা ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং চালক ও এক মহিলাসহ অন্যরা আহত হয়েছেন।
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা ৫ জন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।