তারেক রহমানকে মিথ্যা বানোয়াট মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:১৭ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে আদালত কর্তৃক মানহানির একটি বানোয়াট ও সাজানো মামলায় সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার সময় সিরাজগঞ্জে দলীয় অফিসের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের সভাপতি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুর পরিচালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট ও মির্জা মোস্তফাজামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ণ-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙ্গে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্ররুপ ধারণ করছে। বিএনপি নেতাকর্মীদেরকে বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।
রাজসিংহাসন যাতে হাতছাড়া না হয় সেজন্য বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিচারিক ব্যবস্থাকে আয়ত্বে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান দেশনায়ক তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সারাদেশের নেতাকর্মীদেরকে বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিতে মরিয়া হয়ে উঠেছে।
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।